Affiliate Terms and Policy

কাজের চুক্তি:

  • বিক্রয়মূল্যের উপর ক্যাটাগরী অনুযায়ী  কমিশন পাবেন।
  • এফিলিয়েট হিসাবে আপনি প্রতিবার ৩,০০০ টাকা জমা হলে তা উত্তোলন করতে পারবেন। (মাসে বার পেমেন্ট করা হবে)
  • স্পষ্টভাবে ওয়ান উম্মাহ বিডির প্রডাক্টের বিষয়টি উল্লেখ করতে হবে।
  • অনলাইনে মার্কেটিং করার ক্ষেত্রে সকল পোষ্টে এফিলিয়েট রেফারেল লিংক দেয়া বাধ্যতামুলক।
  • কুরিয়ার সার্ভিসের ডেলিভারি সংক্রান্ত যেকোনো সমস্যার দায় ওয়ান উম্মাহ বিডি বহন করবে না।
  • ওয়ান উম্মাহ বিডি যেকোন সময় কোন পূর্ব-বিজ্ঞপ্তি ছাড়াই উপরোক্ত কমিশন এবং শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
  • One Ummah BD নামের সাথে মিল রেখে কোনো ফেসবুক পেজ/ গ্রুপ ইত্যাদি করা যাবে না। যেমন One Ummah bd New, One Ummah Affiliate , One BD Ummah. এরকম নামের মাধ্যমে কাস্টমার কে বিভ্রান্ত করা যাবে না।
  • আমাদের অফিসিয়াল গ্রুপে এফিলিয়েট পেইজ থেকে পোষ্ট করতে হবে, এতে করে আমাদের কাস্টমার জানতে পারবে কারা আমাদের এফিলিয়েট হিসাবে কাজ করছে।
  • এফিলিয়েট সরাসরি প্রফাইল পিকচার, কম্পানী লগো হিসেবে ওয়ান উম্মাহ বিডির লগো ব্যবহার করতে পারবে না।
  • হালাল কর্মসংস্থান সাপোর্ট গ্রুপে যেকোনো সাপোর্ট পেতে এফিলিয়েট অফিশিয়াল পেইজ থেকে পোস্ট করে সাপোর্ট নিতে হবে এবং এফিলিয়েট আইডি এবং ইউজার নাম  উল্লেখ করতে হবে।
  • দেশের বা দেশের বাইরের ওয়েবে/যেকোনো মার্কেট প্লেসে ওয়ান উম্মাহ বিডির প্রডাক্ট মার্কেটিং করা যাবে না।
  • কোনো এফিলিয়েট ওয়ান উম্মাহ বিডির কাস্টমার কে পার্সোনালি ম্যাসেজ দিয়ে নিজের মার্কেটিং করতে পারবেন না। একজন এফিলিয়েট অন্য এফিলিয়েট পেইজে তার লিঙ্ক প্রমোট করতে পারবেন না। অন্যথায় আর্নিং সহো আইডি সাসপেন্ড করে দেওয়া হবে।
  • এফিলিয়েট তার যেকোনো সাপোর্টের জন্য হালাল কর্মসংস্থান- One ummah BD পেইজে মেসেজ করবে।
  • পেমেন্ট পেয়ে হালাল কর্মসংস্থান | Facebook গ্রুপে পোস্ট করে প্রাপ্তি স্বীকার করা।

চলমান কমিশন রেট:

(প্রোডাক্ট স্টক এবং মার্কেট অবস্থার উপর ভিত্তি করে কমিশন রেট পরিবর্তন হবে)

দাওয়া টি-শার্টঃ ২০% (রেগুলার)

লিংকঃ Dawah T-Shirt

রেগুলার টি-শার্টঃ ২৫% (রেগুলার)

লিংকঃ Regular T-shirt

জগার্সঃ  ২০% (ম্যাশ)

লিংকঃ Mash Joggers

নন জিপার হুডিঃ 20%

লিংকঃ Hoodies

রেজিস্ট্রেশন যেভাবে করবেন:

  • প্রথমেই রেজিস্ট্রেশন করুন। লিংক: Affiliate Registration
  • অবশ্যই একটি সচল ইমেইল এবং ফোন নাম্বার ব্যবহার করবেন যেখানে আপনি রেগুলার আপডেট পাবেন।
  • রেজিস্ট্রেশন এর সময় অবশ্যই বিকাশ নাম্বার দিতে হবে যার মাধ্যমে আমরা পেমেন্ট দিতে পারবো।
  • রেজিস্ট্রেশনের সময় আপনার ইমেইল ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন । ( মনে রাখুন )
  • আপনার ইউসারনেম/ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। Affiliate Login
  • লগিন করার পর আপনি আপনার referral URL দেখতে পারবেন।
  • এবার রেফারেল লিংক ছড়িয়ে দিন।
ব্যাস হয়ে গেল!!! এবার বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন।

 

পেমেন্ট যেভাবে উত্তোলন করবেন:

সম্মানিত এ্যাফিলিয়েটগণ  আমরা আপনাদের মাসে বার পেমেন্ট দিয়ে থাকব। তাই আপনাদের মধ্যে যাদের মাসের ২১ তারিখের মধ্যে আনপেইড এমাউন্ট ৩০০০ টাকা বা তার বেশি হবে আমাদের অটোমেটশন সিস্টেম তাদের সর্বোচ্চ ২-৩ দিনের মধ্যে আপনার রেজিস্টারকৃত বিকাশ নম্বরে পেমেন্ট সেন্ড করে দিবে।

এবং পেমেন্ট প্রসেস হওয়ার সাথে সাথে সেটি আপনার ড্যাশবোর্ডে পেইড শো করবে। পেমেন্ট এর জন্য আপনাদের কোনো প্রকার মেইল / ফোন কিছু করতে হবে না।

বিঃদ্রঃ

  • যারা বিকাশ এর বাহিরে, অন্য কোনো মাধ্যমে টাকা উত্তোলন করতে চান তাদের কে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করে সে বিষয়ে কনফার্ম করে নিতে হবে।
  • বিকাশে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে ওয়ান উম্মাহ বিডি কোনো প্রকার চার্জ বহন করবেনা।

 

এ্যাড সাপোর্ট:

ফেসবুকে প্রচারনা খুবই কার্যকর। আপনার যেকোনো ধরনের পেইড মার্কেটিং/ বুষ্টিং এর প্রয়োজন গ্রুপে পোষ্ট করুন।  আমরা আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ।

 

প্রোডাক্টের ষ্টক:

আমাদের স্টক শীট থেকে কোনো প্রোডাক্টের কোন কালারে কি পরিমান সাইজ অবশিষ্ট রয়েছে তা আপডেট জানতে পারবেন।

 

প্রডাক্টের ছবি:

গুগুল ড্রাইভে আমরা সকল ছবি নিয়মিত আপডেট করব। এই লিংকের মাধ্যমে সকল ছবির ফুল রেজুলেশন ডাউনলোড করে নিতে পাড়বেন। ছবির ড্রাইভ লিংক: Affiliates Photo

 

এফিলিয়েট সাপোর্ট:

যেকোনো ধরনের প্রশ্ন-পরামর্শ-মতামত গ্রুপে পোস্ট করুন। পোস্ট করার সময় অর্ডার নাম্বারটি উল্লেখ করে দিবেন। সাধারণত অফিস টাইম সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল এফিলিয়েট সাপোর্ট দেয়া হবে ইনশাআল্লাহ্‌।

সাধারন প্রশ্নোত্তর এর জন্য ফলো Affiliate FAQ

 

Last update : 02-12-2022